January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 16th, 2023, 8:10 pm

প্রথমবার আইপিএলে দুই প্রজন্ম

অনলাইন ডেস্ক :

বাবা খেলেছেন বেশ কয়েকবছর আগে, তারপর ছেলেও সুযোগ পেয়ে গেলেন মাঠে নামার। প্রথমবারের মতো এই ঘটনা ঘটল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার অর্জুন টেন্ডুলকারের। যিনি ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে। এর মাধ্যমে আইপিএল খেলা হয়ে গেল দুই প্রজন্মের। ২০০৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন শচীন টেন্ডুলকার। একই পরিবারের একাধিক সদস্যের আইপিএলে খেলার ঘটনা বেশ কয়েকটি আছে। যেমন ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান খেলেছেন। এখন খেলছেন হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়া। এ ছাড়া মার্কো জানসেন এবং ডুয়ান জানসেনও আইপিএলে খেলেছেন। কিন্তু বাবা-ছেলের আইপিএল খেলার ঘটনা এটাই প্রথম। সেটাও আবার একই ফ্র্যাঞ্চাইজির হয়ে। মুম্বাইয়ের জার্সিতে শচীন টেন্ডুলকার মোট ৭৮টি ম্যাচ খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন মুম্বাইকে। ২০২১ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার অর্জুন। প্রথম বছর কোনো ম্যাচ খেলতে পারেননি। গত বছরও মাঠে নামার সুযোগ পাননি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার শেষ হলো। ২৩ বছর বয়সী অর্জুনের অভিষেক হয়ে গেল আইপিএলে। নিলাম থেকে অর্জুনকে ৩০ লক্ষ রুপিতে দলে নিয়েছিল মুম্বাই। অভিষেক ম্যাচে ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন অর্জুন।