January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 23rd, 2021, 7:57 pm

তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন উড

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। কাঁধের ইনজুরির কারণে লিডস টেস্টে খেলতে পারবেন না এই ডান-হাতি পেসার। তবে তাকে দলের সাথেই রাখা হবে। ইংল্যান্ডের মেডিক্যাল টিমের নির্দেশনা অনুযায়ী তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় কাঁধের ইনজুরিতে পড়েন উড। এই মৌসুমে ইংল্যান্ডের পঞ্চম পেসার তিনি ইনজুরিতে পড়লেন। এর আগে জোফরা আর্চার, ক্রিস ওকস, ওলি স্টোন ও স্টুয়ার্ট ব্রড ইনজুরির তালিকায় নাম তোলেন। উডের ইনজুরিতে কপাল খুলেছে সাকিব মাহমুদের। লিডসে অভিষেক হতে পারে তার। সাকিবের সাথে ইংল্যান্ড দলে আছেন পেসার জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন ও স্যাম কারান। পাঁচ টেস্টের সিরিজে দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। প্রথম টেস্ট ড্র হয়। দ্বিতীয় ম্যাচ ১৫১ রানে জিতে টিম ইন্ডিয়া। আগামী ২৫ আগস্ট সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত-ইংল্যান্ড।