January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 18th, 2023, 8:05 pm

মোটরসাইলে পদ্মা নদী পারাপারে বিআইডব্লিউটিসি’র ফেরি সার্ভিস চালু

ফাইল ছবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা নদী পারাপারে মোটরসাইকেলের জন্য শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে মঙ্গলবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল শুরু করেছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম মঙ্গলবার সকাল ৯ টায় শিমুলিয়া ফেরিঘাটে মোটরসাইকেল পারাপারে নিয়োজিত ‘কলমিলতা’ ও ‘কুঞ্জলতা’- ফেরিতে করে মোটরসাইকেলের চালক ও সহযাত্রীদের নিরাপদে ফেরি পারাপার নিশ্চিত করতে পরিদর্শনে যান।

এসময় বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, মহাব্যবস্থাপক (বাণিজ্য) শেখ মো. নাসিম এবং মহাব্যবস্থাপক (মেরিন) মো. হাসিমুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান জানান, ঈদে তিনদিন ফেরি চলাচল বন্ধ থাকবে।

এছাড়া বিআইডব্লিউটিসি’র অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’ আজ সন্ধ্যা ৭টায় ঢাকা সদরঘাট (লালকুঠি) থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালী-হুলারহাট-চরখালী ও বড়মাছুয়া পর্যন্ত ঈদ যাত্রা শুরু করবে।

বিশেষ ঈদ সেবার উদ্বোধন করবেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. এস এম ফেরদৌস আলম।

—-ইউএনবি