জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী) :
শেরপুরের শ্রীবরদীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে স্বাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, স্বাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুন নাহার, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিদ্যালয়ের ২শ ৩০ জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

আরও পড়ুন
খালেদা জিয়ার মৃত্যুতে সারিয়াকান্দিতে পৌর বিএনপির টানা ৭ দিন কোরআন খতম ও দোয়া মাহফিল
কালকিনিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরনে অনিয়মের অভিযোগ!
ভারতীয় মোবাইল ডিসপ্লে-সহ ফুলবাড়ীর এক যুবক লালমনিরহাটে আটক