দেশের বৃহৎ ঈদগা মাঠ দিনাজপুরের গোর শহীদ ময়দানে শনিবার সকাল ৯ টায় এক সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ৬ লক্ষাধিক মুসল্লি। এতে ইমামতি করেছেন মাওলানা সামশুল ইসলাম কাসেমি।
বৃহৎ এই ঈদ জামাতের অংশ নেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এছাড়া সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আয়োজকদের দাবি অন্যান্য বারের মতো এবারও ঈদের নামাজ আদায় করেছেন ৬ লক্ষাধিক মুসল্লি।
অধিক সওয়ান লাভের আশায় বড় জামাতে নামাজ আদায় করতে তাপদাহ উপেক্ষা করে মাঠে হাজির হন আশপাশের ও দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা।
এদিকে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা, সিসি ক্যামেরা স্থাপন, বিপুল সংখ্যক পুলিশ আনসার সদস্যের পাশাপাশি র্যা ব মোতায়েন নজরদারিসহ নেওয়া হয় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
—-ইউএনবি

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা