নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জ সোমবার ৭ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক টুইটে এই তথ্য জানিয়েছে।
এনসিএস-এর বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের স্থানীয় সময় সকাল ৬টা ১১ মিনিটে ভূমিকম্পটি হয়েছিল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটে জানায়, ৭ দশমিক দুই মাত্রার ভূমিকম্পটি ২৪ এপ্রিল নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে সকাল ৬টা ১১ মিনিটে ১০ কিলোমিটার গভীর সংঘটিত হয়।
এনসিএস-এর অনুসারে, নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জের অক্ষাংশ-২৯.৯৫, দ্রাঘিমাংশ-১৭৮.০২ এলাকা জুড়ে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয় বলে উল্লেখ করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
—ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
মাদুরোর মতো পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর