গ্রেপ্তারের সাড়ে চার মাসেরও বেশি সময় পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন বলে জানিয়েছেন বিএনপির সহযোগী প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন।
জেলগেটে রিজভীকে স্বাগত জানান দলের শতাধিক নেতা-কর্মী ও কয়েকজন স্বজন।
শাহেদ বলেন, রিজভী বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় তার শারীরিক অবস্থা ভালো নয়।
গত বছরের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের বহুল আলোচিত সমাবেশের তিন দিন আগে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানে রিজভীসহ বিএনপির চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
রিজভীর আইনজীবীরা জানান, রিজভীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা ৫০টি মামলায় জামিন পাওয়ায় রিজভীকে মুক্তি দেওয়া হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
চাচাকে ‘বাবা’ সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ইউএনও কামাল ওএসডি
সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন ব্যাহত করতেই বিএনপি প্রার্থীর ওপর হামলা: মির্জা ফখরুল
বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া, ধানের শীষে নির্বাচনের ঘোষণা