Tuesday, April 25th, 2023, 3:47 pm

দাগনভূঞায় সুজাতপুর স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী (দাগনভূঞা):

ফেনীর দাগনভূঞা উপজেলার সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, এ্যাডভোকেট শাহজান সাজু, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর আবুল কাশেম, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মকবুল আহমেদ, গোলাম কবির ভূঞা, সাবেক শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ ভূঞা ও দাগনভূঞা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবু নাছের চৌধুরী আসিফ প্রমুখ।