January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 26th, 2023, 8:16 pm

কাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক :

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে ‘ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন ২০২৩’। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও কুইন্স অব হার্টের ব্যবস্থাপনায় সপ্তমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

এবারের আসরের প্রাইজমানি মোট এক লাখ টাকা। আগামীকাল বৃহস্পতিবার থেকে পল্টনের শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হবে মিডিয়া কাপ ব্যাডমিন্টন আসর। ৩০ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। পাঁচ ক্যাটাগরিতে এবারের আসর আয়োজিত হবে। মেনস সিঙ্গেলস, মেনস ডাবলস, ওমেনস সিঙ্গেলস, ওমেনস ডাবলস ও মিক্সড ডাবলস। মোট পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেবেন খেলোয়াড়রা।

একটি মিডিয়া হাউস থেকে একের অধিক দলের নিবন্ধন করা যাবে। প্রতি ক্যাটাগরির চ্যাম্পিয়নকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে ১২ হাজার টাকা। রানার আপরা আট হাজার টাকা প্রাইজমানি পাবেন। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠা প্রত্যেকেই পাবেন পুরস্কার। ওয়ালটন ছাড়াও এবারের আসরে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে যোগ দিয়েছে প্লাস পয়েন্ট, পান্না গ্রুপ ও হোটেল রিজেন্সি।