January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 27th, 2023, 7:44 pm

নওয়াজের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক :

স্ত্রী নিয়ে এমনিতেই আইনি জটিলতায় আছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, এর সঙ্গে এবার যোগ হলো নতুন আরেক ঝামেলা। এক কোমল পানীয়র বিজ্ঞাপনে বাঙালির ভাবাবেগে আঘাত করার অভিযোগে এক আইনজীবী তার বিরুদ্ধে মামলা করেছেন বলে বুধবার জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ওই পানীয়র নতুন বিজ্ঞাপনের বাংলা সংস্করণে এক জনপ্রিয় বাংলা প্রবচনকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। ওই বিজ্ঞাপনের বাংলা সংস্করণে নওয়াজ বলেন, ‘সোজা আঙুলে ঘি না উঠলে বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে।’ বাংলা ভাষায় এই প্রবচনটি আসলে ‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়’।

দিব্যায়নের দাবি, এই সংলাপের প্রবচন শুধু ভুলই নয়, এই সংলাপের দ্বারা বাঙালির ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিজ্ঞাপনটি নিয়ে এরইমধ্যে সামজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা হচ্ছে। পানীয় সংস্থার বিজ্ঞাপনটি প্রবল সমালোচনার পর আপাতত সরানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। অনিচ্ছাকৃতভাবে বাঙালিদের ভাবাবেগে আঘাত করার জন্য ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিও প্রকাশ করেছে ওই পানীয় সংস্থা। নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা ঘটনা। বিষয়টি গড়িয়েছে আদালতেও।

পারিবারিক সহিংসতা থেকে প্রতারণা-বলিউড অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন আলিয়া। নওয়াজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন জানিয়েছেন তিনি। নওয়াজ ও আলিয়ার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত সমস্যাও নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেয়ার কথা বলা হয়েছে আদালতের পক্ষ থেকে।