অনলাইন ডেস্ক :
চীন থেকে আমদানি করা পণ্যের দাম ডলারের পরিবর্তে ইউয়ানে পরিশোধ করবে আর্জেন্টিনা। গত বুধবার দেশটির সরকারের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, লাতিন আমেরিকার দেশটিতে ডলারের মজুদ ব্যাপকভাবে কমে যাওয়ায় পরিস্থিতি সহনীয় করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এপ্রিলে আর্জেন্টিনা ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চীনের আমদানির মূল্য ডলারের পরিবর্তে ইউয়ানে পরিশোধের লক্ষ্য মাত্রা নির্ধারণ করে।এরপর থেকে প্রতি মাসে ইউয়ানে প্রায় ৭৯০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের আমদানি পরিশোধ করা হবে।
দেশটির অর্থমন্ত্রী সের্হিও মাসা জানিয়েছেন, ডলারের বহির্গমন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রদূত ঝৌ শাওলি ও বিভিন্ন ক্ষেত্রের কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।অভূতপূর্ব খরার কারণে কৃষি উৎপাদন ও রপ্তানি মারাত্মকভাবে হ্রাসের পাশাপাশি এ বছরের নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে লাতিন আমেরিকার দেশটির ডলারের মজুদ সংকটজনক পর্যায়ে নেমে গেছে। গত বছর নভেম্বরে, আর্জেন্টিনা নিজেদের আন্তর্জাতিক রিজার্ভকে শক্তিশালী করার লক্ষ্যে চীনের সাথে ৫০০ কোটি ডলারের মুদ্রা বিনিময় প্রসারিত করে। দেশটির অর্থমন্ত্রী মাসা জানিয়েছেন, এই চুক্তির ফলে আর্জেন্টিনা আমদানি রপ্তানির হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে কাজ করতে পারবে।
আরও পড়ুন
রমজানে স্থিতিশীল থাকবে দেশের পণ্যবাজার
১১ দিনে এলো ৮৯৮৬ কোটি টাকার প্রবাসী আয়
লস অ্যাঞ্জেলেস ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের