জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় দুই কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(২৭ই এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এর নেতৃত্বে ঝিনাইগাতী সদর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মৃণাল কান্তি সরকার, তৌজি সাইদুর রহমান, আনিসুর রহমান, জাহিদুল হক, শাহজাহানসহ অভিযানিক একটি দল ঝিনাইগাতী সদর ইউনিয়নের বীজপাড়স্থ বাদে চল্লিশ কাহনিয়া মৌজার ১নং খাস খতিয়ানের ১৩৪৫নং দাগের মোট ০.৩০একর, নদী শ্রেণীর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইগাতী থানা পুলিশ, আনসার ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। আজ সকাল ১০থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান কালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর স্থানীয় সাংবাদিক ও জনতার সামনে প্রেস ব্রিফিং করে উক্ত ভূমি উদ্ধারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ঝিনাইগাতী সদর বাজারটি উপজেলার গুরুত্বপূর্ণ একটি বাজার। উক্ত বাজারটিতে কোটি কোটি টাকার মালামাল নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে। যদি কোন কারনে আকস্মিক অগ্নিকান্ড সংঘটিত হলে ব্যবসায়ীদের জান ও মাল রক্ষা করতে জরুরী ভিত্তিতে নদী হতে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে পানি সরবরাহ করা সম্ভব হবে পাশাপাশি ব্রীজ পারাপারে যানজট অনেকাংশে হ্রাস পাবে। তাই জনস্বার্থে সরকারি জমি উদ্ধার ও অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের পানি সরবরাহ করার পথ উন্মুক্ত করা প্রয়োজন বিধায়এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানে প্রকৃত ক্ষতিগ্রস্থ্যদের নিয়মানুযায়ী সরকারি ভাবে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। অবশেষে উদ্ধারকৃত ভূমিতে বৃক্ষ রোপন করে অভিযান সমাপ্ত করেন।
অপরদিকে দখলদার আমেরিকান প্রবাসী এবিএম সিদ্দিক প্রসাবে থাকায় তার কোন বক্তব্য জানা যায়নি।

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার