ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত ফেসবুক লাইভে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ভিপি নূরের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্রটি আমলে নেওয়ার কথা ছিল।
তবে, আদালত নূরের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রটি বাতিল করে তাকে খালাস করে দিয়ে মামলাটি খারিজ করার নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
অভিযোগপত্রে নুরকে পলাতক ঘোষণা করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন বাদী হয়ে পল্টন থানায় ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ মামলাটি করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার