January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 28th, 2023, 7:55 pm

ভাইরাল ইস্যু নিয়ে মুখ খুললেন সানী

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সমসাময়িক বিষয় নিয়ে পোস্ট করতে দেখা যায় তাকে। নিজের, স্ত্রী মৌসুমীসহ পরিবারের খোঁজখবরও সিনেপ্রেমীদের জানান ফেসবুকের মাধ্যমে। ধর্মীয় পোস্টের পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজের মতামত দেন ‘চাঁদের আলো’র নায়ক। এবারও তাই করলেন। তবে নিজের ফেসবুকে না। একটি অনলাইন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বললেন ভাইরাল ইস্যু নিয়ে। সানীর মন্তব্য, সুস্থ মস্তিষ্কের মানুষ ভাইরাল হতে চায় না। যারা থার্ড ক্লাস তারাই ভাইরাল হতে চায়।

সিনেপ্রেমীদের অনুরোধ জানাতে গিয়ে এ অভিনেতা বলেন, ‘এখন কথায় কথায় ভাইরাল। ভাইরাল শব্দটা নির্দিষ্ট করে দেওয়া উচিত। আপনাদের কাছে আমার অনুরোধ- আপনারা আমাদের সঙ্গে একই ধরনের ভাইরাল হতে চান, এমন হতে চান, এগুলো বলবেন না। এগুলো বলবেন বস্তিতে গিয়ে!’ ওমর সানী বলেন, ‘কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভাইরাল হতে চায় না। শিক্ষিত মানুষ, পরিবেশের মানুষ, সভ্যসমাজের মানুষ, ভালো পরিবারের ছেলেমেয়ে ভাইরাল হতে চায় না।

যারা একটু থার্ড ক্লাস, পরিবার নেই, পরিজন নেই, তারাই ভাইরাল হতে চায়।’ নব্বই দশকের সুপারস্টার ওমর সানী। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে অন্যতম চাঁদের আলো, প্রেম প্রতিশোধ, মহৎ, আখেরি হামলা, দোলা, আত্ম অহংকার, কুলি। খলনায়ক হিসেবেও ওমর সানী সফলতা পেয়েছেন। ২০০৩ সালে শাকিব খান অভিনীত ওরা দালাল সিনেমায় প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। তবে আজকাল অভিনয়ে তেমন দেখা যায় না তাকে। ব্যস্ত থাকেন নিজের ব্যবসা নিয়ে।