January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 24th, 2021, 7:29 pm

‘থালাইভি’ সিনেমার মুক্তি নিয়ে যা বললেন কঙ্গনা

অনলাইন ডেস্ক :

অবশেষে জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ মুক্তি পেতে যাচ্ছে। কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবিটির গত বছর এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকায় আগামী ১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সিনেমার মুক্তির বিষয়ে পোস্ট করেছেন কঙ্গনা। লিখেছেন, ‘একজন আদর্শবান ব্যক্তিত্বকে দর্শকরা যেন বড় পর্দায় দেখতে পারেন। আগামী ১০ সেপ্টেম্বর সিনেমা হলেই দেখতে পাওয়া যাবে থালাইভিকে। থালাইভি- অর্থাৎ নেত্রী, ফের একবার ঢুকে পড়তে চলেছেন রুপালি পর্দার জগতে। যা একটা সময়ে তারই বিচরণক্ষেত্র ছিল।’ ‘থালাইভি’ ছবির প্রযোজক বিষ্ণুবর্ধন ইন্দুরি বলেছেন, ‘জয়ললিতার জীবনে পরতে পরতে রয়েছে নানা বাঁক। দেশের সব সিনেমা হলে এই সিনেমা মুক্তি পাওয়া দরকার। দর্শকরা দলে দলে যখন সিনেমা হলে ভিড় করবেন, সেটাই হবে জয়া আম্মাকে দেওয়া সেরা উপহার। এক বিপ্লবী জননেত্রীকে সম্মান জানানোর এর থেকে ভালো উপায় আর কী হতে পারে?’ সিনেমায় জয়ললিতার অভিনয়জগতের শুরু থেকে গল্প বলা হয়েছে। একজন উঠতি অভিনেত্রী থেকে জীবনের নানা ওঠাপড়া, ঘাত-প্রতিঘাত পেরিয়ে তামিল সিনেমার সবচেয়ে বড় তারকা হয়ে ওঠার কাহিনি। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সেই গ্ল্যামার গার্ল রাজনীতিতে এসেই তামিলনাড়ুর রাজনীতিকে বদলে দিয়েছিলেন। সিনেমায় নায়িকা কঙ্গনা রানাওয়াতের লুক প্রশংসা কুড়িয়েছে। তার সাজসজ্জা তাকে চিত্রটির সঙ্গে একেবারে মানানসই করে তুলেছে। ‘থালাইভি’ সিনেমাটি দেখা যাবে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায়।