January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 28th, 2023, 8:08 pm

বাংলাদেশে আসছে ভারত

অনলাইন ডেস্ক :

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফর শেষ করে আগামী ১২মে দেশে ফিরবে নিগার সুলতানা জ্যোতির দল। দেশে ফিরে বিশ্রামের সুযোগও পাচ্ছে না টাইগ্রেসরা। পরের মাসেই বাংলাদেশ স্পফরে আসবে ভারত নারী ক্রিকেট দল। আগামী জুন-জুলাইয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতেই বাংলাদেশ আসছে ভারত। সফরে ওয়ানডের পাশাপাশি থাকছে টি-টোয়েন্টি সিরিজও।

ভারতের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অংশ হবে। ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই বাংলাদেশের ওমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজ শুরু হচ্ছে। চলমান শ্রীলঙ্কা সফরে শুরুটা বেশ ভালোই হয়েছে জ্যোতিবাহিনীর। তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির আগে গত বৃহস্পতিবার এস এলসি সভাপতি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সিএ ম্যাচে জয় দিয়েই সফর শুরু করেছে টাইগ্রেসরা। শনিবার (২৯ এপ্রিল) কলম্বোতে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।