অনলাইন ডেস্ক :
ভারতীয় টিভি অভিনেত্রী উরফি জাভেদ। ‘বিগ বস ওটিটি’-তে অংশ নিয়েছিলেন। কিন্তু প্রথম প্রতিযোগী হিসেবে বাদ পড়েছেন তিনি। এদিকে জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকে বাদ পড়ার পর নানা রকম বিস্ফোরক মন্তব্যের কারণে আলোচনায় উরফি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত বিষয়ে কথা বলেছেন তিনি। উরফি জাভেদ বলেন, ‘আমি তখনো কলেজে ভর্তি হইনি। এলেভেন্থ স্ট্যান্ডার্ডে ছিলাম। পর্নো সাইটে আমার ছবি দেখা যায়। এরপর পরিবার আমাকে কোনো সহযোগিতা করতো না। অনেক কঠিন সময় ছিল। পরিবারও আমাকে অপবাদ দিতো। আত্মীয়-স্বজনরা একধাপ এগিয়ে, আমাকে পর্নো তারকা বলে ডাকতো। আমার ব্যাংক অ্যাকাউন্ট তল্লাশি করতে চেয়েছিল। ভেবেছিল কোটি কোটি রুপি রয়েছে।’ এই অভিনেত্রী জানান, তার বাবা তাকে মানসিক ও শারীরিকভাবে নানা নির্যাতন করতো। তিনি বলেন, ‘আমার নিজের নাম মনে করতে পারতাম না। মানুষ আমার নামে বাজে কথা বলতো। আমার মতো অভিজ্ঞতা যেন কোনো মেয়ের না হয়। এমনকি আমার বাবাও আমাকে দোষ দিতো। কোনো কিছু বলতে দেওয়া হতো না। শুধু তাদের নির্যাতন সহ্য করতাম। কোনো কথা বলতে দেওয়া হয়নি। বলা হতো, মেয়েদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই, শুধু পুরুষরা সিদ্ধান্ত নেবে। যখন বাড়ি থেকে বের হয়ে আসি, এরপর টিকে থাকার জন্য অনেক লড়াই করতে হয়েছে।’ ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।
আরও পড়ুন
সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার
যেভাবে হচ্ছে চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন
যেখানে নিষিদ্ধ পেঁয়াজ-রসুন, স্বামী-স্ত্রী বসতে পারেন না একসঙ্গে