জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :
দুনিয়ার মজদুর এক হও এক হও এই স্লোগানকে সামনে রেখে ডামুড্যা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১লা মে) ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি বের হয়ে ডামুড্যা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকাদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফেরদৌস সরকার। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান এর উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন সাবেক শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জমাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালিম সরদার সহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই