Wednesday, May 3rd, 2023, 7:31 pm

দিনাজপুরে ট্রাকচাপায় ভ্যানচালক ও আরোহী নিহত, আটক ১

দিনাজপুরের পাবর্তীপুরে ট্রাকচাপায় আরোহীসহ ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকচালককে আটকের দাবি করেছে পাবর্তীপুরের মডেল থানা পুলিশ।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁন্দাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আবুল কালাম (৫০) ধুপিপাড়ার মীর্জা সুলতানের ছেলে। আরোহী আশরাফুল ইসলাম (২৫) আব্দুল মান্নানের ছেলে। সম্পর্কে আবুল কালাম হচ্ছেন আশরাফুলের খালু।

পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, পরিত্যক্ত পলিথিন টোকানোর জন্য ভ্যান চালিয়ে রাস্তায় চলার সময় চাঁন্দাপাড়া এলাকায় ট্রাকের চাপায় দুর্ঘটনাস্থলে আরোহী আশরাফুল ইসলাম এবং ভ্যানচালক আবুল কালাম নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাক জব্দ এবং চালক রিয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।

মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বজনরা বলে জানান ওসি।

—ইউএনবি