অনলাইন ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষ দল ও বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে ৫ রানে হারিয়েছে তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালস। অবশ্য হারলেও ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে গুজরাট। তৃতীয় জয়ের পরও ৯ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই দিল্লি। গতরাতে আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাটের পেসার মোহাম্মদ সামির বোলিং তোপে খেই হারিয়ে শুরুতেই ২৩ রানে ৫ উইকেট হারায় দিল্লি।
টপ-অর্ডাদের ব্যর্থতার পর পরের দিকের ব্যাটারদের দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানের স্বল্প সংগ্রহ পায় দিল্লি। সাত নম্বরে নেমে ৩টি করে চার-ছক্কায় ৪৪ বলে সর্বোচ্চ ৫১ রান করেন আমান হাকিম খান। তার সঙ্গে অক্ষর প্যাটেল ২৭ ও রিপল প্যাটেল ২৩ রান করেন। গুজরাটের সামি ১১ রানে ৪ উইকেট নেন।
১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক হার্ডিক পান্ডিয়ার হাফ-সেঞ্চুরির পরও ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান পর্যন্ত যেতে পারে গুজরাট। ৭ চারে ৫৩ বলে অপরাজিত ৫৯ রান করেন পান্ডিয়া। দিল্লির খলিল আহমেদ ও ইশান্ত শর্মা নেন ২টি করে উইকেট। হারলেও ম্যাচসেরার পুরষ্কার উঠেছে গুজরাটের পেসার মোহাম্মদ শামির হাতে।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি