শাহীন রহমান, পাবনা :
নিখোঁজের তিনদিন পর পাবনার একটি বিল থেকে সোমবার সকালে রুহুল আমিন (৩০) নামে প্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুহুল আমিন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দোপকোলা গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত শনিবার (২১ আগস্ট) দোপকোলার বিলে বোনের সাথে শাকসবজি তুলতে যান রুহুল আমিন। ছোট বোনকে বাড়িতে পাঠিয়ে দিলেও তিনি আর বাড়ি ফেরেননি। বাড়ির লোকজন অনেক খোঁজ করে না পেয়ে সদর থানায় সাধারন ডায়েরি করেন।
সোমবার (২৩ আগস্ট) সকালে বিলে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বিলের মধ্যে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় সনাক্ত করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তবে ছেলেটি প্রতিবন্ধী ছিল বলে পরিবারের কাছ থেকে জেনেছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন
পাঠ্য বইয়ে অভ্যূত্থানের ইতিহাস বিকৃতি চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন