অনলাইন ডেস্ক :
প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫৮ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে হারলো বাংলার মেয়েরা। বৃহস্পতিবার (৪ মে) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। এই ম্যাচের বাগড়া দেয় বৃষ্টি। আর তাই ম্যাচটি নেমে আসে ৩০ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্থুর অর্ধশতকে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
চামারি আতাপাত্থুর ৬০ বলে ৬৪ ও হার্ষিতা সমরবিক্রমা ৪৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে জাহানারা, সুলতানা, নাহিদা, ঋতু ও ফাহিমা নেন ১টি করে উইকেট। ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। ৩৫ রানেই ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২৮ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা ৫১ বলে ৩৭ ও ফারজানা হক ৪৬ বলে ২৪ রান করেন। লঙ্কানদের পক্ষে ওশাডি রণসিংহে নেন ৫টি উইকেট।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি