January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 4th, 2023, 9:27 pm

রূপগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণে ১জন নিহত, আহত ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরআইসিএল স্টিল নামের একটি কারখানায় লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শংকর (৪০)।

আহতরা হলেন- মো. জুয়েল (২৫), গোলাম রব্বানী রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)। গুরুতর অবস্থায় দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানান, শ্রমিকরা কারখানার ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় ১৫ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে ৭ জন গুরুতর দগ্ধ হন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এ সময় শ্রমিক শংকরকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। আরও কয়েকজন হয়ত দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে আনা হয়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

—-ইউএনবি