January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 5th, 2023, 8:52 pm

২৩ হাজার টাকা নূন্যতম মজুরির দাবি শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক:

তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকরা তাদের নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। শুক্রবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানান তারা। সমাবেশে সভাপতির বক্তব্যে ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, দেশ ও পোশাক শিল্পের অর্থনীতির চাকা সচল রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন গার্মেন্টস শ্রমিকরা।

কিন্তু এই শিল্পের শ্রমিকরা অত্যন্ত নিম্ন মজুরিতে শ্রম দিয়ে যাচ্ছেন। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রার মান একেবারেই নিম্নমুখী। এ ছাড়া দেশে ‘শ্রম আইন-২০০৬’ এর সঠিক বাস্তবায়ন না থাকার কারণে শ্রমিকদের অধিকার প্রায় ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে চলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পোশাক শিল্পের শ্রমিকরা।

তাই পোশাক শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণ করা প্রয়োজন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক উর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খান, হোপলোন অ্যাপারেলস লিমিটেড সম্মিলিত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হালিমা বেগম এবং এমজি ওয়ার্কার্স ফোরামের চেয়ারম্যান লিলি বেগম প্রমুখ।