January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 7th, 2023, 8:13 pm

দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

অনলাইন ডেস্ক :

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ইংল্যান্ডের চেমসফোর্ডে রয়েছে। শনিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার যখন দলে যোগ দেন তখন আয়ারল্যান্ড উলভসের সাথে অনুশীলন ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিল টাইগাররা। কিন্তু বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। ৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে আরও দুইদিন অনুশীলন করবে বাংলাদেশ। পরের দুইটি ওয়ানডে হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে।

সিরিজের তিনটি ম্যাচই হবে ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে। এরইমধ্যে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আসন্ন সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টে সরাসরি খেলার সুযোগ পাবে আইরিশরা। গত মার্চ-এপ্রিলে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিলো আয়ারল্যান্ড।

ঐ সিরিজে নিজেদের সেরাটা খেলতে পারেনি আইরিশরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০, টি-টোয়েন্টি সিরিজ ২-১ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিলো বাংলাদেশ। মে মাসে নিজ দেশে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজটি খেলবে আয়ারল্যান্ড।