January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 12th, 2023, 8:42 pm

পিএসজির হয়ে মাঠে ফিরছেন মেসি

অনলাইন ডেস্ক :

নিষেধাজ্ঞা ছিল দুই সপ্তাহের। তবে তার আগেই পিএসজির হয়ে মাঠে ফিরছেন লিওনেল মেসি। লিগ ওয়ানে আজাকসিওর বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। লিগ ওয়ানে গত ৩০ এপ্রিল লরিয়ঁর বিপক্ষে দলের ৩-১ গোলে হারের পরদিন স্বপরিবারে সৌদি আরবে উড়াল দেন মেসি। ক্লাবের অনুমতি না নিয়ে ওই সফরে যাওয়ায় তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি। এরপর ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় ওই ঘটনার জন্য ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

গত সোমবার অনুশীলনে ফেরেন তিনি। এবার মাঠে ফেরার জন্য প্রস্তুত মেসি। পিএসজির পরের ম্যাচ শনিবার, লিগে আজাকসিওর বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গালতিয়ে বলেছেন, খেলার জন্য উন্মুখ হয়ে আছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। “তার মানসিক অবস্থা কেমন, তা বুঝতে মঙ্গলবার আমি তার সঙ্গে কথা বলেছি। মনে হয়েছে, মাঠে নামার জন্য সে উন্মুখ হয়ে আছে। আজ শনিবার সে শুরু থেকে খেলবে।” মেসিকে ছাড়া গত রোববার তোয়ার বিপক্ষে ৩-১ গোলে জেতে পিএসজি। ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গালতিয়ের দল। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লঁস আছে দুইয়ে।