January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 13th, 2023, 7:58 pm

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম জেলায় ২৮৪টি মেডিকেল টিম গঠন

ঘূর্ণিঝড় মোখা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলায় ২৮৪টি মেডিকেল টিম গঠন করেছে চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর। শনিবার (১৩ মে) এই তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

মোখা মোকাবিলায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার আঘাতে সৃষ্ট দুর্যোগ মোকাবিলা ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে চট্টগ্রাম জেলায় মোট ২৮৪টি মেডিকেল টিম গঠন ও প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন ৫টি করে মোট ৭০টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

এছাড়া, জেলার ২০০ ইউনিয়নে জন্য একটি করে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

পাশাপাশি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে

।—ইউএনবি