অনলাইন ডেস্ক :
দলের পাঁচ ফুটবলারকে বিশেষ সম্মাননা দিয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা খেলোয়াড়রা পেয়েছেন এই সম্মান। এই পাঁচ ফুটবলারের মধ্যে তিনজন আর্জেন্টাইন। লিওনেল মেসি, ডি মারিয়া ও লিয়ান্দ্রো প্যারেদেসরা পেয়েছেন এই সম্মান। বাকি দুইজন হলেন ইতালির জিয়ানলুইজি ডোনারুমা ও মার্কো ভেরাত্তি। আর্জেন্টিনাকে কোপা জেতাতে পিএসজির এই তিন তারকার বড় ভূমিকা ছিল। সর্বশেষ কোপার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন ডি মারিয়া। অন্যদিকে, রক্ষণভাগে দারুণ করেছেন প্যারেদেস। ইতালির ইউরো জয়ের নায়ক ছিলেন জিয়ানলুইজি ডোনারুমা ও মার্কো ভেরাত্তি। গোলরক্ষক হয়েও ডোনারুমা জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর