খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০টি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনীর সদস্যরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খাগড়াছড়ি ফায়ার ব্রিগেড জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন এলাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বাজারের একটি ফুলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে বাস স্টেশন বাজারের কাঁচা ও আধা পাকা ৬০টি দোকান ভস্মীভূত হয়। এ সময় কোনো ব্যবসায়ী তাদের দোকানের কোনো মালামাল বের করতে পারেনি।
খবর পেয়ে খাগড়াছড়ি থেকে একটি ও দীঘিনালা থেকে অপর একটি মোট ফায়ার ব্রিগেডের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় স্থানীয় জনগন ও দীঘিনালা জোনের সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভাতে এগিয়ে আসে।
—-ইউএনবি
আরও পড়ুন
গোপালগঞ্জে হামলা, প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা: সৈয়দা রেজওয়ানা
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় প্রতিবাদে খুলনা মহানগরী জামায়াতের বিক্ষোভ
গোপালগঞ্জের ঘটনায় খুলনা উত্তপ্ত