January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 18th, 2023, 8:21 pm

অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

অনলাইন ডেস্ক :

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের অন্য দুই দল ভিয়েতনাম ও ফিলিপিন্স। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ড্র বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে ঠাঁই হয়েছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইরান ও ভারতের। দ্বিতীয় ধাপের বাছাইয়ে দুই সেরা ও রানার্সআপ মিলিয়ে চার দল পাবে ২০২৪ সালে ইন্দোনেশিয়াতে হতে যাওয়া মূল পর্বের টিকেট।

প্রথম ধাপ দাপটের সঙ্গে পেরুনোর তৃপ্তি আছে বাংলাদেশেরে। দুই ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ এবং সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল। ২০২২ সালে মেয়েদের এই বয়সভিত্তিক প্রতিযোগিতা হয়নি প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায়। ২০১৯ সালে এই প্রতিযোগিতা হয়েছিল অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের নিয়ে। নাম ছিল এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। সেবার বাছাইয়ে প্রথম ধাপে গ্রুপ সেরা হওয়া বাংলাদেশ দ্বিতীয় ধাপ পার হয় গ্রুপ রানার্সআপ হয়ে। থাইল্যান্ডের চোনবুরিতে হওয়া মূল আসরে অবশ্য আলো ছড়াতে পারেনি দল; বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। সেবার থাইল্যান্ড ও জাপানের কাছে হারের পর জয়ের আশা জাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-২ ড্র করেছিল মেয়েরা। এবার বাছাইয়ের দ্বিতীয় ধাপেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।