অনলাইন ডেস্ক :
ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় নায়িকা দিশা পারমার ও গায়ক রাহুল বৈদ্য। বিয়ের দুবছরের মাথায় কোলজুড়ে আসছে তাদের সন্তান। গত বৃহস্পতিবার এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এ সুখবর দেন তারকা দম্পতি। এদিকে ছবি পোস্ট করার পর পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রাহুল-দিশা। এর আগে ২০২১ সালের জুলাই মাসে বড়সড় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন এ দম্পতি। বিয়ের দুবছরের মাথায় দিশার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর মিলল।
অভিনব কায়দায় মাতৃত্বের খবর জানান দিলেন ভক্তদের। স্লেটের ওপর চক দিয়ে লেখা ‘মাম্মি অ্যান্ড ড্যাডি’। হাসি মুখে পোজ দিলেন দম্পতি। এরই সঙ্গে নিজের আল্ট্রাসোনোগ্রাফির দুটো ছবিও পোস্ট করেন দিশা। সেখানে ধরা পড়ল তার গর্ভস্থ সন্তানের ঝলক। দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মৌনি রায়, অনিতা হাসনন্দানি, ভারতী সিং, ধৃষ্টি ধামিরা। দিশার ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’ কো-স্টার নকুল মেহতা লেখেন, ‘দুর্দান্ত খবর’। রাহুলের গান শুনে মুগ্ধ হয়েছিলেন দিশা, ইনস্টাগ্রামে মেসেজ করেন গায়ককে। এর পরই শুরু বন্ধুত্ব। পরে বিগ বস সিজন ১৪-র মঞ্চে দিশাকে বিয়ের প্রস্তাব দেন ইন্ডিয়ান আইডল সিজন ১-এর ফাইনালিস্ট।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!