January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 19th, 2023, 7:54 pm

লাল কার্ডের ম্যাচে বসুন্ধরার জয়, জিতলো মোহামেডানও

অনলাইন ডেস্ক :

বড় ব্যবধানে জিততে পারতো বসুন্ধরা কিংস। কিন্তু গোলকিপার মোহাম্মদ নাইম একের পর এক গোলের সুযোগ নস্যাৎ করে দেওয়ায় তা আর হয়নি। তাতে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে দুই অর্ধে একটি করে লক্ষ্যভেদের সুবাদে অস্কার ব্রুজনের দল ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। শুক্রবার (১৯ মে) বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে এগিয়ে যায় বসুন্ধরা। শুরুতে গোলকিপার বিপজ্জন অঞ্চলে দোরিয়েল্তনকে নাইম বাধা দিয়েছিলেন। তার পর পাওয়া পেনাল্টি থেকে জাল কাঁপিয়েছেন ব্রাজিলিয়ান মিগেল। বলের লাইনে ঝাঁপালেও নাইম সেটি প্রতিরোধ করতে পারেননি।

একটু পরই ডাবল হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চট্টগ্রাম আবাহনীর ফরহাদ মনা। তাদের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও রেফারি সায়মন সানি তাতে কর্ণপাত করেননি। তার পরেও ১০ জন নিয়ে চট্টগ্রাম আবাহনী গোল শোধ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সফল হতে পারেনি তারা। ৩২ মিনিটে তো রকির ক্রসে ইকবালের হেড ড্রপ খেয়ে বাইরে দিয়ে গেছে। বসুন্ধরা বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে। অবশেষে ব্যবধান দ্বিগুণ হয়েছে ৫১ মিনিটে। রবিনহোর কর্নারে প্লেসিং শটে স্কোরলাইন ২-০ করেছেন দোরিয়েল্তন। ৬০ মিনিটেও স্কোর ৩-০ হতে পারতো। কিন্তু রবিনিয়োর পেনাল্টি শট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে দলকে বড় ব্যবধানে হার থেকে রক্ষা করেছেন নাইম।

শুধু একটি নয়, নাইম এই অর্ধে বেশ কয়েকটি শট রুখে দিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। এদিকে, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে শেখ জামালকে হারিয়েছে। ৫২ মিনিটে সাজ্জাদ হোসেন একমাত্র গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন। আজকের জয়ে বসুন্ধরা কিংস ১৬ম্যাচে ১৪ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনী ষষ্ঠ হারে আগের ১৩ পয়েন্টে তলানিতে অবস্থান করছে। মোহামেডান ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। শেখ জামাল এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্টে অবস্থান করছে চারে।