January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 21st, 2023, 7:50 pm

সিদ্দিক প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন ডিপজল

অনলাইন ডেস্ক :

কিংবদন্তি অভিনেতা ফারুক মারা যাওয়ার দিনই ঢাকা-১৭ আসনে এমপি হওয়ার আকাক্সক্ষা প্রকাশ করে গণমাধ্যমে বক্তব্য দেন অভিনেতা সিদ্দিক। যদিও ফারুক অসুস্থ থাকা অবস্থাতেই সিদ্দিক উল্লিখিত আসনে সংসদ নির্বাচন করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সিদ্দিকের বিষয়টিকে ভালোভাবে নেননি চলচ্চিত্রের আরেক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এ ৪ বিষয়ে বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে নিজের অভিমত প্রকাশ করেছেন ডিপজল।

ক্ষোভ প্রকাশ করে ডিপজল বলেছেন, মামা (ফারুক) যখন থেকে অসুস্থ, তখন থেকেই তিনি (সিদ্দিকুর) এমপি নির্বাচনের জন্য লাফালাফি আরম্ভ করেছেন। তিনি এমপি নির্বাচন করতেই পারেন। যে কেউ নির্বাচন করতে পারে। উনি (ফারুক) মারা যাওয়ার আগেও লাফালাফি করেছেন। শুধু তাই নয়, ওঁর লাশ কবরে না নামার আগেই উনি ঘোষণা দিয়ে দিলেন নির্বাচন করবেন। এতে চরম কষ্ট পেয়েছি এবং মনঃক্ষুণœ হয়েছি। এ অভিনেতা আরো বলেন, নেত্রী যদি পছন্দ করেন উনাকে মনোনয়ন দিতেই পারেন। তবে ওই আসনে অনেক মানুষ আছে। বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আছেন।

স্থানীয় অনেক প্রভাবশালীও আছেন। সিদ্দিকুর রহমানের জন্মস্থান টেনে ডিপজল বলেন, আপনার দেশের (গ্রামের) বাড়ি যেখানে, সেখানে গিয়ে নির্বাচন করেন। সুযোগ পেতেও পারেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান। এখানে যেই নির্বাচন করুক আশপাশে সবার জানা থাকতে হবে। আপনি এসেই ঘোষণা দিচ্ছেন, নির্বাচন করবেন। এটি ঠিক না। আমিও কিন্তু ওই আসনের ভোটার। অন্তত একটু সময় নিতে পারতেন। সমঝোতায় আসতে পারতেন। ক্ষোভ প্রকাশ করে ডিপজল বলেন, একটা মানুষকে ইজ্জত দিতে পারতেন। ফারুক যেমন তেমন মানুষ নন। উনি তারকাদের কিংয়ের ওপরে। ওঁর মৃত্যুর ৭ দিন পর কিংবা ৪০ দিন পর নির্বাচন নিয়ে প্রকাশ্যে আসতে পারতেন। এত লাফালাফি করাটা আপনার ঠিক হয়নি। না করাটাই আমি বেটার মনে করি। এ ব্যাপারে আমি প্রচ- মনঃক্ষুণœ এবং ব্যথিত হয়েছি।

মানুষ রঞ্জিত করে, তবে নিজেকে এতটা রঞ্জিত করা আপনার ঠিক হয়নি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অববস্থায় ১৫ মে মারা যান কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক। এতে তারকাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।