অনলাইন ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের চার দিনের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টেও বাংলাদেশের ব্যাটিংয়ে ঝলক নেই। বৃষ্টিবিঘ্নিত দিনে সিলেটে অ্যাকাডেমি মাঠে ৪৯ ওভারের খেলা হয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৫ রান করেছে স্বাগতিকরা। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাশুল দিয়েছে বাংলাদেশ। ৭৩ রানের মধ্যে তিন ব্যাটার বিদায় নেন, সাদমান ইসলাম হন রিটায়ার্ড হার্ট। ওপেনার জাকির হাসান (১৮) মাত্র ২২ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমানের সঙ্গে।
১২তম ওভারে রিটায়ার্ড হার্ট হন আরেক ওপেনার। নাঈম শেখ মাত্র ৫ রানে থামেন। সাইফ হাসান একপ্রান্ত আগলে রেখে খেললেও বড় রান করতে পারেননি। ৩১ রানে আউট। চতুর্থ উইকেটে আফিফ হোসেন ও শাহাদাত হোসেন প্রতিরোধ গড়েন। তাদের জুটি ভেঙে যায় ৫০ রানে। আফিফ দিনের সেরা ৩৭ রানের ইনিংস খেলে থামেন।
জাকের আলীর বদলে ডাক পাওয়া ইরফান শুক্কুর সুযোগ কাজে লাগাতে পারেননি। মাত্র ২১ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। শাহাদাত ও নাঈম হাসানের ১৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে বাংলাদেশ। শাহাদাত ২৮ ও নাঈম ১২ রানে খেলছেন। উইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন আকিম কেলভিন জর্ডান ও কেভিন ওসওয়াল্ড সিনক্লেয়ার।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত