অনলাইন ডেস্ক :
জুনিয়র এশিয়া কাপ হকিতে মিলেছে শুভসূচনা। এখন বাংলাদেশের লক্ষ্য শুরুর এই ছন্দ সামনের ম্যাচগুলোতেও টেনে নেওয়া। পরের ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া হলেও কোচ মামুনুর রশীদ ভড়কে যাচ্ছেন না মোটেও। দলকে ‘ভয়ডরহীন’ হকি খেলার বার্তা দিচ্ছেন তিনি। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার পুল ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় সবশেষ ২০১৫ সালে দেখা হয়েছিল দুই দলের। বাংলাদেশ উড়ে গিয়েছিল ৮-০ গোলে। চলতি আসরেও মালয়েশিয়া পেয়েছে উড়ন্ত শুরু।
উজবেকিস্তানকে ৮-১ গোলে হারিয়েছে তারা। ওমানকে ২-০ ব্যবধানে হারিয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশও। স্বাগতিকদের বিপক্ষে পাওয়া জয়ের মধ্যেই মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের অনুপ্রেরণা খুঁজছেন মামুনুর। “যদিও এর আগে আমাদের ওমানের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা ছিল, কিন্তু ওই ম্যাচগুলোতে ভালো লড়াই হয়েছিল। তাছাড়া গত ম্যাচে ওরা স্বাগতিক বলে আমাদের খেলার মধ্যে কিছুটা জড়তা ছিল। সেটা কেটে গেছে। এখন ছেলেরা দারুণ আত্মবিশ্বাসী।”
দলে কোনো চোট সমস্যা না থাকায় নির্ভার মামুনুর। ওমান থেকে হোয়াটসঅ্যাপে কোচ জানালেন, ভরপুর আত্মবিশ্বাস নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে নির্ভয়ে খেলবে তার দল। “আমাদের গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। পরের ম্যাচে খেলব মালয়েশিয়ার বিপক্ষে। তাদের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। আমরা ভয়ডরহীন হয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলব। ফলাফল যা-ই হোক, সেটা পরে দেখা যাবে।” “২০১৫ সালে মালয়েশিয়ার কাছে আমরা বড় ব্যবধানে হেরেছিলাম। তাদের খেলার কিছু ভিডিও দেখেছি। সেগুলো নিয়ে কাজ করেছি বুধবারের অনুশীলনে। সেভাবে প্রস্তুতি নিয়েই মাঠে নামব আমরা। আমাদের লক্ষ্য নিজেদের সহজাত খেলাটা খেলা।”
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত