January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 25th, 2023, 8:52 pm

২৮ মে এশিয়া কাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এশিয়া কাপ নিয়ে তাদের প্রস্তাবিত হাইব্রিড মডেলে রাজি আছে ভারত। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বলা হয়েছে, এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত জানাবে তারা। আর সেটা করা হতে পারে আইপিএল ফাইনালের সময়। সিদ্ধান্ত নিতে বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রধানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে আহমেদাবাদে আইপিএলের ২৮ মে’র ফাইনালের সময়ই এশিয়ান বোর্ডগুলোর সঙ্গে সভা করবে বিসিসিআই। তার পর একটা সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

এমন তথ্যের নিশ্চয়তা দিয়েছেন বিসিসিআই সাধারণ সম্পাদক ও এসিসির সভাপতি জয় শাহ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতিরা আইপিএল ফাইনালে ২৮ মে উপস্থিত থাকবেন। তখনই এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবো।’ ক্রিকবাজের পক্ষ থেকে জানোনো হয়েছে, গত এক সপ্তাহ ধরে এশিয়া কাপ নিয়ে এসিসির সদস্য দেশগুলোর মাঝে আলোচনা হয়েছে। সেখানে একটা সমঝোতায় পৌঁছানো গেছে। তবে একটা সিদ্ধান্ত এখনও নেওয়া বাকি সেটা হলো পাকিস্তান ছাড়া দ্বিতীয় ভেন্যু কোনটা হবে শ্রীলঙ্কা নাকি সংযুক্ত আরব আমিরাত?