অনলাইন ডেস্ক :
আলোচিত দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার দুই মাসের মধ্যে বিচ্ছেদ হতে যাচ্ছে। কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এই দম্পতির নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে এমন দাবি করছে। তবে এই খবরে তেমন কোন প্রতিক্রিয়া নেই মিথিলার। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন সৃজিতও। কলকাতার গণমাধ্যমের কাছে মিথিলা ইস্যুতে পরিচালক জানিয়েছেন, মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যা কিছু রটছে, তার কোন রকম ভিত্তি নেই। সৃজিত মুখার্জি আপাতত মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ’ এর শুটিংয়ে ব্যস্ত। একই ইস্যুতে মিথিলা প্রতিক্রিয়ার জানিয়েছিলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই।
খবরে কি আমার নাম আছে?’ আনন্দবাজার সেই প্রতিবেদনে দাবি করেছে, ভালোবাসায় ভাঁটা চলছে এই দম্পতির। বয়সে ছোট এক তরুণীকে নতুন করে মন দিয়েছেন সৃজিত। ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে সময় কাটান সৃজিত। এই খবর এরইমধ্যে মিথিলার কানে পৌঁছেছে। গণমাধ্যমটি দাবি করছে, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা। ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই বাংলার দুই তারকা সৃজিত-মিথিলা।
আরও পড়ুন
বিমান বিধ্বস্তের ঘটনায় হতবিহ্বল শোবিজ অঙ্গন, শোকস্তব্ধ তারকারা
ময়না হয়ে নাচবে বুবলী, সঙ্গী জীবন
কনসার্টে গিয়ে পরকীয়া ফাঁস, মার্কিন সিইও বরখাস্ত