January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 31st, 2023, 5:08 pm

আজ থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল

ফাইল ছবি

নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল

বুধবার হতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মেট্রোরেল ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

মেট্রোরেলের উপ-প্রকল্প পরিচালক নাজমুল আহসান ভূঁইয়া বলেন, আজ (বুধবার) হতে উত্তরা-আগারগাঁও রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা মেট্রোরেল মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার চলাচল করবে না।

নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা মেট্রোরেল পিক আওয়ারে (সকাল ৮টা থেকে ১১টা এবং বিকাল ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) প্রতি ১০ মিনিটে স্টেশন ছেড়ে যাবে। অফ-পিক আওয়ারে (সকাল ১১টা ১ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত) প্রতি ১৫ মিনিটে মেট্রোরেল স্টেশন ছেড়ে যাবে।

এর আগে ঢাকা মেট্রোরেলের কার্যক্রম ছিল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

—-ইউএনবি