January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 1st, 2023, 8:43 pm

ফের বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল

অনলাইন ডেস্ক :

টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের মর্যাদা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ২০২১ সালে রিয়ালকে টপকে শীর্ষে উঠেছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। পরের বছর কাতালান ক্লাবটিকে টপকেই চূড়ায় ফেরে মাদ্রিদের দলটি। ৬০৭ কোটি ডলার মূল্য নিয়ে ধরে রাখল তারা শীর্ষস্থান। এবার তাদের মূল্য বেড়েছে ১৯ শতাংশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাগুলোর মধ্যে সবচেয়ে দামি ম্যানচেস্টার ইউনাইটেড। ৬০০ কোটি মূল্যের ক্লাবটি ফোর্বস সাময়িকীর গত বুধবার প্রকাশিত তালিকায় দুইয়ে আছে। তিন নম্বরে আছে বার্সেলোনা, এবারের লা লিগা চ্যাম্পিয়নদের সম্পদের মূল্য ৫৫১ কোটি ডলার।

২০০৪ সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। সেই থেকে কেবল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডই প্রতিবার শীর্ষ পাঁচে জায়গা করে নিতে পেরেছে। তালিকার শীর্ষ দশে পরিষ্কার আধিপত্য ইংলিশ ক্লাবগুলোর। ইউনাইটেড ছাড়াও আছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল। সেরা দশের অন্য দুই ক্লাব হলো, জার্মানির বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের পিএসজি। শীর্ষ ২০-এ আছে যুক্তরাষ্ট্রের তিন ক্লাব; লস অ্যাঞ্জেলস এফসি, এলএ গ্যালাক্সি ও আটালান্টা ইউনাইটেড।

শীর্ষ ১০ ক্লাব ও তার মূল্য:
১. রিয়াল মাদ্রিদ- ৬০৭ কোটি ডলার
২. ম্যানচেস্টার ইউনাইটেড- ৬০০ কোটি ডলার
৩. বার্সেলোনা- ৫৫১ কোটি ডলার
৪. লিভারপুল- ৫২৯ কোটি ডলার।
৫. ম্যানচেস্টার সিটি- ৪৯৯ কোটি ডলার
৬. বায়ার্ন মিউনিখ- ৪৮৬ কোটি ডলার
৭. পিএসজি- ৪২১ কোটি ডলার
৮. চেলসি- ৩১০ কোটি ডলার
৯. টটেনহ্যাম হটস্পার- ২৮০ কোটি ডলার
১০. আর্সেনাল- ২২৬ কোটি ডলার