রাজধানীতে পৃথক দুই এলাকা থেকে দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ জুন) বিকালে এই লাশগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে শনিবার বিকাল ৫টার দিকে মোহাম্মদপুরের রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের লেক থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এদিকে, স্থানীয়রা আজিমপুর কবরস্থানের ১ ও ২ নম্বর গেটের মধ্যবর্তী ফুটপাত খেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিকাল ৫টার দিকে তারা মোহাম্মদপুরের রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের লেক থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন।
পুলিশের অনুমান, শিশুরা লেকে গোসল করতে গিয়ে ডুবে গেছে।
লাশগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) হুজাইফা হোসেন জানান, শনিবার বিকালে স্থানীয়রা আজিমপুর কবরস্থানের ১ ও ২ নম্বর গেটের মধ্যবর্তী ফুটপাতে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, লুঙ্গি পরা লোকটি বার্ধক্যজনিত জটিলতার কারণে মারা যেতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন