আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে প্রায় ৭ হাজার মামলা হয়েছে।
সোমবার সিলেট থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মুকাব্বির খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের সেপ্টেম্বরে সংসদে পাস হয়।
মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে প্রশ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ উদ্বিগ্ন।
তাই সচিবালয়ের নিয়মানুযায়ী প্রশ্নের এই অংশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে স্থানান্তর করা হয়েছে।
জামালপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে ৩৬ লাখ ৭০ হাজার মামলা বিচারিক আদালতে বিচারাধীন রয়েছে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত।
এর মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার এবং ফৌজদারি মামলার সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার।
মন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে সর্বোচ্চ ৫ লাখ ৪৪ হাজার ঢাকায় এবং দ্বিতীয় সর্বোচ্চ ২ লাখ ৭১ হাজার মামলা চলছে চট্টগ্রামে।
নোয়াখালীর আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার ন্যায়বিচার প্রত্যাশী জনগণের দুর্ভোগ লাঘবে একটি আধুনিক বিচার বিভাগ প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
তিনি বলেন, ‘সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা সহনীয় পর্যায়ে নেমে আসবে এবং মামলার দ্রুত নিষ্পত্তিতে কার্যকর ও দৃশ্যমান উন্নতি হবে।’
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী