January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 5th, 2023, 9:19 pm

নাটোরের আজিমনগর রেল স্টেশন অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

নাটোরের আজিমনগর রেল স্টেশন অবরোধ,স্টেশন ভাংচুর ও সহকারি স্টেশন মাস্টারকে মারপিটের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ সহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার রাতে আজিমনগর রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বাদি হয়ে ঈশ্বরদী জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।

ঈশ্বরদী জিআরপি থানার ওসি মিহির রঞ্জন দেব ঘটনার সময় আটক আন্দোলনের সমন্বয়ক নাদিম আলম সহ ৪ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।

রবিবার থেকে চালু হয় ঢাকা-চিলাহাটী রুটে নতুন ট্রেন আন্তঃনগর চিলাহাটী এক্সপ্রেস।নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশনে এই ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ওইদিন দুপুরেই আন্দোলনে নামে সেখানকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অবরোধের এক পর্যায়ে আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ওই স্টেশনে অবরোধ উপেক্ষা করে স্টেশন অতিক্রম করে।এতে অল্পের জন্য রক্ষা পায় বহু মানুষ।এতে ক্ষুদ্ধ হয়ে স্টেশনে হামলা চালায় অবরোধকারীরা।

—-ইউএনবি