অনলাইন ডেস্ক :
রাজধানীর ওয়ারী এলাকায় সড়ক মেরামতের সময়ে গ্যাস লাইনে লাগা আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান সড়কে রাস্তায় গ্যাস লাইন মেরামত করার সময় আগুন লাগে।
দগ্ধদের সবাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।
দগ্ধদের বেশিরভাগই গ্যাস লাইন মেরামত কাজের কর্মী জানিয়ে বাচ্চু মিয়া বলেন, “দগ্ধদের মধ্যে সোহেলের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। আর বাকি ৫ জনের শরীরের ৭ থেকে ২২ শতাংশ পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিসের কর্মকতা এরশাদ হোসেন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। তিন ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে।“
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন
পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত
কুলাউড়ায় বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
অনিয়ম করে ছাত্রদল কলেজ কমিটি গঠনের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের মশাল মিছিল