January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 9th, 2023, 7:55 pm

নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ সদস্য দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম।

দগ্ধ ব্যক্তিরা হলেন- ৭০ শতাংশ দগ্ধ নিয়ে রিকশা চালক সালাম মন্ডল (৫৫), তার স্ত্রী গার্মেন্টস কর্মী বুলবুলি বেগমের (৪৫) দগ্ধ ২৫ শতাংশ, ছেলে মো. টুটুল (২৫) এর দগ্ধ ৬০ শতাংশ, ৪২ শতাংশ দগ্ধ নিয়ে মেয়ে সনিয়া আক্তার (২২) এবং নাতনি মেহেজাবিনের (৭) দগ্ধ ৩৫ শতাংশ।

ফতুল্লার কাশিপুর শেখবাড়ির মালিক সোহাগ বলেন, ‘শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে একটি বিস্ফোরণের শব্দ হয়ে তাদের ওই ঘরটিতে আগুন লেগে যায়। পরে আমরা গিয়ে তাদের উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘ঘরটিতে তাদের চার্জার ফ্যান বিস্ফোরণ হয়ে এ আগুন লাগতে পারে বলে আমরা ধারণা করছি।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

—-ইউএনবি