অনলাইন ডেস্ক :
নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের অনিয়ম-দুর্নীতি নিয়ে একের পর এক রিপোর্ট করায় বেশ কয়েকজন সাংবাদিককে তিনি পাঠিয়েছেন আইনি নোটিশ। সেই তালিকায় সাংবাদিকদের বাইরে আছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। যিনি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের জন্য আইনি লড়াই করছেন। এবার আইনি নোটিশ পাওয়ার পর সালাউদ্দিনের ডোপ টেস্ট করানোর দাবি জানালেন ব্যারিস্টার সুমন। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে ব্যারিস্টার সুমন বলেছেন, ‘আমি বারবার বলে আসছি, উনি তো আইনি রিলিফ, ন্যায়বিচার চাইতেই পারেন। তবে আমিও ওনার ব্যাপারে একটা জিনিস চাই যে ওনার আইনি রিলিফের সঙ্গে সঙ্গে ওনার শারীরিক এবং মানসিক একটা পরীক্ষা করানো খুব জরুরি। আমি কালকেও ওনার ইন্টারভিউতে দেখলাম, সাংবাদিকদের সামনে আমার কাছে অসংলগ্ন মনে হয়েছে ওনারে। আমার কাছে মনে হয়েছে, ডোপ টেস্ট (দেহে মাদকের উপস্থিতি আছে কি না- সে বিষয়ক পরীক্ষা) বা কোনো একটা টেস্ট করানো ওনারে বেশি জরুরি হয়ে পড়েছে।’
কিন্তু হঠাৎ করে সালাউদ্দিন আইনের আশ্রয় নিলেন কেন- এমন প্রশ্নে ব্যারিস্টার সুমন বলেন, ‘এটা হতে পারে, ওনাকে কেউ বুদ্ধি দিয়ে থাকতে পারে যে সাফে তো আসলে পারফরম্যান্স আপনারা ওইভাবে পারবেন না। বারবার তো আপনি এ রকম ফেইল করবেন। পরবর্তী সময়ে এসব বিষয়ে কথাবার্তা আসার আগে চলেন একটা মামলা মামলা খেলি। আমরা মানহানির এ রকম একটা (মামলা) দিয়ে রাখি। সাংবাদিকদেরকেও দিয়ে রাখি, যাতে সাংবাদিকরা ভয় পায়। কিন্তু উনি (সালাউদ্দিন) হয়তো জানেন না, সাংবাদিকদের ভয় পাওয়ার কিছু নাই। যেটা একেবারে দিবালোকের মতো সত্য… এখানে কাজী সালাউদ্দিন কোনো ফ্যাক্টর না। আপনারা (সাংবাদিক) দেশের ফুটবলকে বাঁচানোর জন্য কাজ করছেন।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত