Friday, August 27th, 2021, 9:04 pm

কথার ফুলজুড়ি নয়, কাজের মাধ্যমে জনগণের মাঝে বেচে থাকতে চাই : শফি আহমদ

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট ৩ আসনের আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, কথার ফুলজুরি নয়, কাজের মাধ্যমে জনগণের মাঝে বেঁচে থাকতে চাই। দীর্ঘ ৪২ বৎসরের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে জনগনই ছিলেন আমার মুল পুজি। এদের ভালোবাসা ও সহযোগিতা আমাকে প্রেরনা জুগিয়েছে। আসন্ন নির্বাচনে একজন প্রার্থী হিসেবে যোগ্যতার মাপকাটিতে বিবেচনা করে আপনাদের একজন খাদেম হিসেবে যদি নির্বাচিত করেন তবে অতীতের মত সিলেট ৩ আসনের প্রতিটি জনপদের বাসিন্দাদের মতামতের গুরুত্ব দিয়ে এ আসনে একটি আধুনিক ও মডেল আসনে পরিনত করব ইনশাআল্লাহ। তাই বৃহত্তর স্বার্থে ৪ তারিখের নির্বাচনে বাস গাড়ী মার্কায় ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি ২৬ আগস্ট বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগর গ্রামে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল মুতলিব এর সভাপতিত্বে সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।