January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 12th, 2023, 7:56 pm

এশিয়া কাপ : মালয়েশিয়াকে হারিয়ে মিশন শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক :

নারী ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সোমবার (১২ জুন) টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মালয়েশিয়া। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারায় তারা। তবে মুর্শিদা খাতুনের ফিফটিতে ১৪৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। মুর্শিদা ৪৪ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন।

এ ছাড়া স্বর্না আক্তার করেন ১৪ বলে ২০ রান। মালইয়েশিয়ার পক্ষে মাহিরা, এলিসা ও নুর দানিয়া নেন ২টি করে উইকেট। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়া। দলীয় ২৫ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। বাংলাদেশের বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষে পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মালয়েশিয়া। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান নেন সর্বোচ্চ ২টি উইকেট। এ ছাড়া মারুফা, মেঘলা, নাহিদা ও সুলতানা নেন ১টি করে উইকেট।