January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 16th, 2023, 7:39 pm

কুমিল্লায় ডাকাতদের এলোপাতাড়ি কোপে নারীসহ আহত ১১

ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার চান্দিনা উপজেলার বড়ইয়ার কৃষ্ণপুর গ্রামে বেশ কয়েকজন গ্রামবাসীদের রামদা, ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে ডাকাত দলের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ জুন) ঘটনাটি ঘটেছে বলে জানান গ্রামবাসীদের। এতে আহত ১১ নারী-পুরুষ বড়ইয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের।

আহতরা হলো- গ্রামের প্রধানীয়া বাড়ির মো. শাহ আলম (৭০), তার স্ত্রী জয়নব বেগম (৬২), ছেলে আনিছুর রহমান (৩০), একই বাড়ির মৃত মজিবুর রহমান ছেলে আবদুর রহমান (৩১), মো. লোকমান হোসেনের ছেলে সোলায়মান (২৮), মৃত ছিফাত উল্লাহর ছেলে রবিউল্লাহ (৪৫), মৃত আবদুল মান্নানের ছেলে জসিম উদ্দিন প্রধান (৪৫), মৃত আমিন উদ্দিন প্রধানের ছেলে মফিজুল ইসলাম প্রধান (৬৫), মৃত মজিবুর রহমানের স্ত্রী তাসলিমা (৩৮), রশিদ প্রধানের ছেলে ওসমান গনি (৩৫), সেলিম প্রধানের ছেলে আলমগীর হোসেন (২৮)।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনিছুর রহমানকে গৌরীপুর সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে পাঠান চিকিৎসকরা।

জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় বিল্ডিং বাড়ির পেছন দিক থেকে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। ২০-২৫ জনের শর্ট প্যান্ট পরিহিত ও মুখোশধারী ডাকাত দল তাদের পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। ডাকাতরা নগদ টাকা, একটি মোবাইল, স্বর্ণের কানের দুল ও আংটি লুট করে।

এ সময় পার্শ্ববর্তী ঘরের লোকজন টের পেয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকারে গ্রামের অন্যান্য লোকজন ডাকাতদের ধাওয়া করে। এছাড়া কয়েকজন রাস্তায় ডাকাতদের আটকের চেষ্টা করে। এ সময় ডাকাত দলের সদস্যরা সবাইকে কুপিয়ে পালিয়ে যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

—-ইউএনবি