কুড়িগ্রামে সৌখিন মাছশিকারির খোঁচায় (মাছ ধরার উপকরণ) ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ। সোমবার কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গারুহাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে মাছটি ধরা পড়ে।
রবিবার রাতে মাছটি শিকার করেন ওই ইউনিয়নের ছত্রপুর এলাকার কামরুজ্জামান ও আব্দুল হাই নামের দুই ব্যক্তি।
স্থানীয়রা জানান, সৌখিন মাছশিকারি কামরুজ্জামান ও আব্দুল হাই রাতে খোঁচা দিয়ে মাছ ধরতে যান গারুহারা এলাকায়। টচ লাইটের আলোয় মাছটি দেখতে পেয়ে খোঁচা দিয়ে আটক করা হয় মাছটিকে। পরে তারা বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন গিয়ে মাছটিকে নিয়ে আসে। পরে তারা মাছটিকে কেটে ভাগ করে নিয়েছেন।
সৌখিন মাছ শিকারি কামরুজ্জামান ভেজাল বলেন, আমরা মাঝে মধ্যেই বিভিন্ন এলাকায় মাছ শিকার করতে যাই। রাতে টর্চ লাইট জ্বালিয়ে খোঁচা দিয়ে মাছ ধরি। এর আগে এত বড় মাছ আমি পাইনি। জীবনের প্রথম ১৬ কেজির এ বোয়াল মাছটি ধরতে পারলাম। মাছটি দেখে পরিবারসহ সন্তানরা অনেক খুশি হয়েছে। পাশাপাশি মাছটিকে এক নজর দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, এই সময়টা মাছের ডিম দেওয়ার সময়। এ কারণেই বিভিন্ন প্রজাতির মাছ অনেক স্থানে ছোটাছুটি করছে।
তিনি আরও বলেন, বোয়ালমাছ ধরা যাবে, তবে বাঘাআইর মাছ ধরা আইনত নিষিদ্ধ।
—-ইউএনবি
আরও পড়ুন
আড়াই বছর ধরে বিএসএফের বাঁধায় কাজ বন্ধ, মনু পাড়ে বন্যা আতঙ্ক
রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানালে ১৫৪২টি ধর্ষণের মামলা বিচারাধীন
পাবনা ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, শর্টগান,বিপুল পরিমাণ ইয়াবা ও গুলিসহ চার জন গ্রেফতার