জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল) :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে শিশু সুরক্ষায় নেটওয়ার্ক গতিশীল করার লক্ষ্যে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৮ই জুন)ব্রেকিং দ্য সাইলেন্স প্রকল্প অফিসে উপজেলা পর্যায়ের শিশু সুরক্ষা নিয়ে কাজ করা সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান গুলোর সমন্বয়ে একটি সমন্বয সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোর সাপোর্ট মডেল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুমেনা শাহনাজ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কমর্কতা শাহেদা আক্তার, শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাছান, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, এপিসিএমসিডা স্বরণ সিং, উপজেলা প্রোগ্রাম অফিসার(এডোলিসেন্ট প্রোগ্রাম)আর.ডি.আর.এস বাংলাদেশ মোঃ এখলাছ মিয়া,কোর সাপোর্ট মডেল প্রকল্পের সমাজ কর্মী শাওন শীল, লিডার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পারভেজ কৈরী,প্রকল্প সমন্বয়কারী (আলোয় আলো) প্রকল্প অফিস ইনচার্জ রুবাইয়াত ফেরদৌস, ৮ নং কালিঘাট ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ওয়ার্ড সদস্য মিতু রায়,ভাড়াউড়া চা বাগান বড় সর্দার উজ্জ্বল হাজরা, ভাড়াউড়া চা বাগান এর বাগান পঞ্চায়েত সভাপতি নুর মোহাম্মদ। কম্পেশন বাংলাদেশ (শ্রীমঙ্গল) এর কমিউনিটি সোস্যাল ওয়ার্কার রায়মন বিশ্বাস, সহ প্রমুখ।
এসময় উপস্থিত সভায় বক্তৃতারা বলেন, উপজেলা পর্যায়ে সমমনা সংস্থার মাধ্যমে শিশু সুরক্ষার নেটওয়ার্ক সক্রিয় করতে এবং শিশু বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কয়েকটি পরিকল্পনার প্রস্তাবনা দেন এবং শিশু নির্যাতন ও সহিংসতা শিকার হলে নেটওয়ার্ক এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করা। এছাড়া সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন বলে মতামত প্রদান করেন।সভায় আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং এছাড়াও ব্রেকিং দ্য সাইলেন্স কে সবাই সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
আরও পড়ুন
গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক
কমলগঞ্জে আধুনিক চাষাবাদের বিস্তারে হারিয়ে যাচ্ছে আখ চাষ
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে –রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ